২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৩, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের গণসংবর্ধনায় দিপু ভূঁইয়ার শোডাউন

তারেক রহমানের গণসংবর্ধনায় দিপু ভূঁইয়ার শোডাউন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীদের নিয়ে আনন্দ মিছিল ও শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের নিলা মার্কেট চত্বর থেকে শুরু হওয়া আনন্দ মিছিল ৩০০ ফিটে অনুষ্ঠিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়। এ সময় তারেক রহমান ও বিএনপির পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

দিপু ভূঁইয়ার উদ্যোগে সভাস্থলে আগতদের জন্য বিশুদ্ধ খাবার, পানি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে মঞ্চ ত্যাগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়