১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৪, ১৩ অক্টোবর ২০২৫

কুতুবপুরে ডেঙ্গু প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান যুবশক্তির

কুতুবপুরে ডেঙ্গু প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান যুবশক্তির

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এমন প্রেক্ষাপটে ডেঙ্গু প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় যুবশক্তির নেতারা।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন সচিব দিদার হোসেনের সঙ্গে এক আলোচনা সভা করেন জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবিদ রহমান ও নাসিম আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে নেতারা জানান, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের একাধিক ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। গত শনিবার ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তিনজন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা নেতা আবিদ রহমান প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, “আমরা ইউনিয়নবাসী সবসময় বৈষম্যের শিকার হই। সিটি করপোরেশনে ডেঙ্গু প্রতিরোধের কাজ চললেও আমাদের কুতুবপুর ইউনিয়ন পুরোপুরি উপেক্ষিত। এই বৈষম্য অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু পরিস্থিতি এখন ভয়াবহ আকার নিয়েছে, অথচ প্রশাসন চুপ করে আছে। আমাদের নিজেদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।”

ইউনিয়ন সচিব দিদার হোসেনের প্রতি ক্ষোভ প্রকাশ করে আবিদ রহমান বলেন, “দেশের এই পরিস্থিতিতে আপনাদের চুপ করে থাকা হতাশাজনক। শীঘ্রই পদক্ষেপ নিন।”
তিনি কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ডোবা, খাল ও পরিত্যক্ত স্থানে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড ছিটানোর আহ্বান জানান এবং মশা নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর পরামর্শ দেন।

বৈঠকে যুবশক্তির নেতারা প্রশাসনের পাশাপাশি সাধারণ ইউনিয়নবাসীকেও সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়