সমগ্র কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে যুক্ত করার দাবি গণসংহতির

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্প্রসারণ পরিকল্পনায় কুতুবপুর ইউনিয়নের অংশবিশেষ বাদ দেওয়ার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন কুতুবপুর ইউনিয়ন কমিটি। সোমবার (১৩ অক্টোবর) কমিটির আহ্বায়ক সাদ্দাম হোসেন ও সদস্য সচিব নয়ন দাস এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সম্প্রতি আমরা জেনেছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকা বর্ধিত করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ফতুল্লা অঞ্চলের প্রায় পুরোটাই সিটি কর্পোরেশনের আওতায় আনার কথা ভাবা হচ্ছে, কিন্তু কুতুবপুর ইউনিয়নের একটি অংশকে বাদ দেওয়া হয়েছে। এটি অত্যন্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত।”
তারা বলেন, “নারায়ণগঞ্জ শহরের এত কাছাকাছি হয়েও ফতুল্লাবাসী সবসময় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জলাবদ্ধতায় অচল হয়ে যায়। এমনও কিছু এলাকা আছে যেগুলো বছরের প্রায় ১১ মাস পানির নিচে থাকে। পৌরসভার আওতায় থাকার ফলে নাগরিক সেবা পাওয়া যায় না।”
গণসংহতি আন্দোলনের নেতারা আরও বলেন, “যেহেতু সিটি কর্পোরেশনের সম্প্রসারণ হচ্ছে, তাহলে কেন কুতুবপুরবাসী সেই সুবিধা থেকে বঞ্চিত থাকবে? কিছু অঞ্চলকে অন্তর্ভুক্ত করে কিছু অঞ্চল বাদ রাখা সরাসরি বৈষম্য। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং দাবি করছি অনতিবিলম্বে সমগ্র কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই দাবি উপেক্ষা করা হয়, তবে কুতুবপুরবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।”