১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৯, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:১২, ১৩ অক্টোবর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবক গড়ে তুলছে ছাত্র ফেডারেশন

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবক গড়ে তুলছে ছাত্র ফেডারেশন

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। সংগঠনটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে এবং প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবক দল গঠন করছে।

সোমবার (১৩ অক্টোবর) জেলা কমিটির সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়, ৭২নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি পরিচালনা করে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী এবং কার্যকরী সদস্য সিয়াম সরকার।

সভাপতি সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু এখন এক ভয়াবহ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা চাই প্রতিটি স্কুল থেকে গড়ে উঠুক শিক্ষার্থী-স্বেচ্ছাসেবকদের একটি শক্তিশালী দল, যারা নিজেদের স্কুল, এলাকা ও ঘরবাড়িতে সচেতনতা ছড়াবে।”

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করবে, তাদের জন্য জেলা কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।”

ক্যাম্পেইন শেষে প্রতিনিধি দল সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সাইদুর রহমান বিদ্যালয়গুলোর পরিবেশগত অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ও ৭২নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে ময়লার স্তুপ ও জমে থাকা পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করছে। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই সমস্যা সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখব।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে- শিক্ষার্থী ও তরুণ সমাজের নেতৃত্বেই ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন সফল হতে পারে। সংগঠনটি আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
 

সর্বশেষ

জনপ্রিয়