সিদ্ধিরগঞ্জে এনজিবি’র প্রথম সমন্বয় সভা

নিউ জেনারেশনস বাংলাদেশ (এনজিবি) এর প্রথম সমন্বয় সভা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন এনজিবি’র নারায়ণগঞ্জ জেলার ৭টি থানার সদস্যবৃন্দ। এছাড়াও এনজিবি’র সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ফিট নারায়ণগঞ্জ, লজিক অফ বাংলাদেশ, এনএসএস, বিএচএস, আদমজী যুব সমাজ’র সংগঠকবৃন্দ সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় এনজিবি থেকে উপস্থিত ছিলেন মোঃ মেহরাব হোসেন প্রভাত, আলিফ দেওয়ান, ফাহিম মুনতাসির শুভ, সাগর ইসলাম, আলিফ মাহমুদ, সিয়াম, তাওহিদ, মেহেদী হাসান অন্তর, সোহেল খান ইফতি, ফাহিম খন্দকার অনিক, পিউশ, ইরফান, নিরজন, মারুফ, হাসিবুল রিদুল, আব্দুর রহমান তাসিন, হাবিবুর রহমান, সাকিব, হানজালা, নাবিল, শ্যামল, নাসির, ফাহিম, তামিম, প্রীতম প্রমুখ।
সমম্বয় সভায় এনজিবির সদস্যরা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এনজিবি হচ্ছে একটি সামজিক সংগঠন যা নাগরিক অধিকার আদায়ের বাহক হিসেবে কাজ করবে। এবং ঐক্য লক্ষ্য বাস্তবায়ন এই স্লোগান সামনে রেখে এনজিবি এগিয়ে যাবে। আমাদের সংগঠনে অরাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও থাকবে। তবে কাজগুলো হবে অরাজনৈতিক। আমরা দেশ ও দেশের নাগরিকের জন্য ভালো কিছু করতে চাই। সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা ও সংহতি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে এনজিবি সর্বদা কাজ করে যাবে।
এনজিবি’র সদস্যরা জানান, আজকের সমন্বয় সভায় উপস্থিত সকলেই এনজিবির প্রতি ইতিবাচক সংহতি প্রকাশ করেছেন। এবং এনজিবর সাথে থাকতে ও এগিয়ে নিয়ে যেতে একাত্মতা প্রকাশ করেন। খুব শীঘ্রই এনজিবি’র জেলা এবং কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হবে বলে জানান তারা।