২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

‘নারায়ণগঞ্জের ভাগ্য ঝুলে আছে বি ও সি ক্যাটাগরির প্রশাসনিক গণ্ডিতে’

‘নারায়ণগঞ্জের ভাগ্য ঝুলে আছে বি ও সি ক্যাটাগরির প্রশাসনিক গণ্ডিতে’

নারায়ণগঞ্জ জেলা ও সিটি করপোরেশনের ক্যাটাগরি সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে এ জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৯ম জেলা সম্মেলনের সমাপনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি সৌরভ সেনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তরিকুল সুজন বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের গুম-খুন সন্ত্রাসী বাহিনী পালিয়েছে। রাজনৈতিক বাধা দূর হলেও রয়ে গেছে প্রশাসনিক বাধা। নারায়ণগঞ্জ জেলা এখনো বি ক্যাটাগরি মর্যাদার জেলা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সি ক্যাটাগরির মর্যাদা ভোগ করছে। এর ফলে প্রয়োজনীয় বরাদ্দ, জনবল ও অবকাঠামো যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। অপর্যাপ্ত এই বরাদ্দ দিয়ে নারায়ণগঞ্জের গুণগত পরিবর্তন সম্ভব নয়। নারায়ণগঞ্জকে বদলাতে হলে বি ও সি ক্যাটাগরির এই গ-ি অতিক্রম করতে হবে।”

তিনি আরও বলেন, “মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ এ নারায়ণগঞ্জকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। যাতে কোনোভাবেই নারায়ণগঞ্জবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত না হয়। এজন্য আমরা ইতোমধ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। খুব শিগগিরই যোগাযোগ উপদেষ্টার কাছেও স্মারকলিপি প্রদান করা হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এছাড়া বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার লিমা, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়