জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৬ দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে সোনারগাঁ থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম।
বাদ জুমা ফতুল্লা থানা শাখার উদ্যোগে মাসদাইর পৌর কবরস্থান থেকে চাষাঢ়া শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন থানা সভাপতি কামরুল হাসান পায়েল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ।
সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে চিটাগাংরোড মিনার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা সভাপতি নুর মোহাম্মদ খান।
বাদ আসর বন্দরের বিক্ষোভ সমাবেশ শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বন্দর রেললাইন পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী ও খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।