২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবির পক্ষে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ডি.আই.টি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।

দলটির দাবিগুলো হলো- পিআর পদ্ধতি চালু করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা, ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।

মিছিলোত্তর সমাবেশে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সংগঠন। যদি কেউ মনে করেন এই সংগঠনকে মুছে ফেলবেন, তবে বুঝবো আপনারা বোকার রাজ্যে বাস করছেন। ইসলামী আন্দোলনের শক্তি কেমন, তা মানুষ জুলাই আন্দোলনে দেখেছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র-জনতা আহত, শহীদ ও পঙ্গু হচ্ছিল। তখন আমাদের আমির বুক পেতে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত রাজপথে থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন। ভবিষ্যতে যদি কোনো ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তি বাধা দেওয়ার চেষ্টা করে, তবে ইসলামী আন্দোলন কাউকেই ছাড় দেবে না। যদি আমাদের বাইরে রেখে নির্বাচন করা হয়, সেই নির্বাচন আমরা হতে দেব না। আমাদের এই পাঁচ দফা শুধু ইসলামী আন্দোলনের নয়, বরং বাংলাদেশের জনগণের দাবি, স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের মানচিত্র রক্ষার দাবি।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বিন ইসলাম, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি, মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ নুর হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়নপ্রার্থী ইসমাইল হোসেন আল মাদানী, মহানগরের সহসভাপতি হাবিবুল্লা হাবিব, ফতুল্লা থানা শাখার সভাপতি সফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ শাখার সভাপতি সোহেল প্রধান, উত্তর শাখার সভাপতি ইসমাঈল হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়