প্রীতিলতা ওয়াদ্দারের আত্মহুতি দিবসে আলোচনা সভা

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা বীর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দারের ৯৩তম আত্মহুতি দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাস এবং সঞ্চালনা করেন সুলতানা আক্তার। বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার রুমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি মুন্নি সরদার ও জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, ১৯১১ সালে চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্ম নেওয়া প্রীতিলতা ওয়াদ্দেদার শুধু শিক্ষিত নারী ছিলেন না, বরং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে হাতিয়ার তুলে মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন এবং আত্মসমর্পণ না করে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। মাত্র ২১ বছর বয়সে তার এই ত্যাগ বাংলার তরুণ-তরুণীদের জন্য হয়ে ওঠে সংগ্রামের অনন্য প্রেরণা।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রীতিলতার জীবন আমাদের শেখায় যে অন্যায়, শোষণ, নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সাহস ও আত্মত্যাগ প্রয়োজন। নারী সমাজ শুধু ঘরের চার দেয়ালেই সীমাবদ্ধ নয়, বরং মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিতে পারে। আজকের দিনটি নতুন প্রজন্মকে স্বাধীনতা, সাম্য ও শোষণমুক্ত সমাজ গঠনের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানায়।
আলোচনার শুরুতে প্রীতিলতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জামাল হোসেন সাংস্কৃতিক পরিবেশন করেন।