২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রাজনীতির শেল্টারে অপকর্মের দিন শেষ: আল আমিন

রাজনীতির শেল্টারে অপকর্মের দিন শেষ: আল আমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন বলেছেন, “এনসিপি ইনসাফের রাজনীতি করে। যিনি ইনসাফের পক্ষে থাকবেন, তিনিই এনসিপির পক্ষের লোক। আর আপনি যদি বেইনসাফি কাজ করেন, তাহলে আপনার সাথে এনসিপির বন্ধুত্বের সুযোগ নেই। এনসিপি মানুষের জন্য সাম্য, মর্যাদা, সুবিচার নিশ্চিতের রাজনীতি করে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এনসিপির এ নেতা বলেন, “কেউ যদি যদি সমাজে বিতর্কিত কাজ করে, আর সে যদি হাজার হাজার লোকজন নিয়ে সভা সমাবেশে আসে, তারপরেও তাদেরকে এনসিপিতে প্রয়োজন নেই। কারণ, এনসিপিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিতে সেই বিতর্কিত ব্যক্তির কাজকর্মই যথেষ্ট। সমাজে রাজনীতির নামে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। রাজনীতির শেল্টারে অপকর্ম চালানোর দিন শেষ। নতুন দিনের সুচনা করতেই এনসিপি রাজনীতি শুরু করেছে।”

“সামনে নির্বাচন আসছে। নির্বাচন আসা মানেই দেখা যেত, পাড়া মহল্লায় হোন্ডা আর মাস্তানের মহড়া। এই হোন্ডা-গুন্ডার রাজনীতি মানুষ এখন আর গ্রহণ করবে না। ভয় আর আতঙ্ক যে দেখাবে তার থেকেই মানুষ মুখ ফিরিয়ে নিবে। এখন মানুষ ভোট দিবে নেতার গুনাবলী দেখে।”

তিনি আরও বলেন, “যেই দল, যেই নেতা মানুষের কাছে ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে, তিনিই হবেন সেই মানুষদের আগামীদিনের প্রতিনিধি। আপনারা পরিবর্তনের রাজনীতির সাথে যুক্ত তরুণদের পাশে দাঁড়ান, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই সমাজে জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।” 

উঠান বৈঠকে এনসিপি সদর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য জাবেদ আলম, সোহেল খান সিদ্দিক, ফজলে রাব্বি, রাইসুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়