নিত্যপণ্যের দাম কমানোর দাবি বাসদের

নিত্যপণ্যের দাম কমানো, মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের শাস্তি, মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ বাতিলসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ২নং রেলগেইটে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস। বক্তব্য দেন জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, নাসিকের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ ও বাসদ ফতুল্লা থানার সদস্য সচিব এস এম কাদির।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মব সন্ত্রাসের মাধ্যমে শতাধিক মাজার-খানকা ভাঙচুর, লালন মেলা ও বাউল উৎসব বন্ধ, নারীদের হেনস্তা, এমনকি রাজবাড়িতে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার মতো ঘটনা ঘটেছে। অথচ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয় থেকেছে। নির্দিষ্ট মৌলবাদী গোষ্ঠী এসব ঘটালেও সরকারের একটি অংশ তাদের প্রশ্রয় দিচ্ছে।
তারা আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু। অথচ অভ্যুত্থানের পরও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ, আয় না বাড়ায় শ্রমজীবী মানুষের জীবন সংকট তীব্রতর হচ্ছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দিচ্ছে, মায়ানমারে করিডোর দিচ্ছে, স্টারলিংক চালুর অনুমতি দিচ্ছে, এমনকি বিদেশি অস্ত্র কারখানা স্থাপনের মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী স্বার্থে ঠেলে দিচ্ছে। এভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার তাদের নেই। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে ঘোষিত তারিখের মধ্যে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ করদাতা এলাকা হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ থেকে বাদ দেওয়া হয়েছে। এটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত, অবিলম্বে মূল শহরকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, চলতি বছর ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি। নারায়ণগঞ্জেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাই প্রশাসন ও সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নগর খানপুর এলাকায় কন্টেইনার পোর্ট স্থাপনের পরিকল্পনা বাতিল করার দাবি জানান তারা, কারণ এতে যানজট ও শহরের জটিলতা বহুগুণে বাড়বে।