শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ

নারায়ণগঞ্জে মহান শিক্ষা দিবসের ৬৩তম বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নাছিমা সরদার, শহর কমিটির সংগঠক রাজু আহমেদ, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহমেদ জিহাদ, সরকারি কদমরসুল কলেজের সংগঠক আহমেদ রবিন স্বপ্ন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াইকে শক্তিশালী করেছিল। সেই সময় সামরিক জান্তার গুলিতে মোস্তফা, বাবুল ও ওয়াজিউল্লাহ শহীদ হন। আজও শিক্ষাব্যবস্থা সংকটে রয়েছে, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ মাত্র ১২.১০৭ শতাংশ, যা বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবি জানানো হয়।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন, ক্লাসরুম, লাইব্রেরি, পরিবহন নেই; কলেজে শিক্ষকের সংকট ভয়াবহ। নারায়ণগঞ্জে নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজ। ছাত্র সংসদ নির্বাচনও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
বক্তারা অতিরিক্ত ফি আদায় বন্ধ, প্রতিটি কলেজে অবকাঠামো উন্নয়ন, হল ডাইনিংয়ের খাবারের মানোন্নয়নসহ শিক্ষার্থীদের সমস্যার দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
সমাবেশের আগে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়।