২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি শামীম, সম্পাদক পিন্টু খান

নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি শামীম, সম্পাদক পিন্টু খান

নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক-এর ২০২৫-২০২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। হিলসাইড এভিনিউর একটি পার্টি সেন্টারে আয়োজিত সভায় মোস্তফা জামান শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ আলী পিন্টু খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হাজী শাহীন আহমেদ, সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, সহ-সাধারণ সম্পাদক রিফাত জামান মাহিন, আপন সরদার, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ অর্থ সম্পাদক মো. মামুন খান, গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ জামান, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত রাসেল, ক্রীড়া সম্পাদক লাভনী চৌধুরী আখি, প্রচার সম্পাদক মাসুদ প্রধান, দপ্তর সম্পাদক বকুল আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মনিরা শিরিন, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান, সহ আপ্যায়ন সম্পাদক নাজিব মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক শাহীদা পারভীন, নির্বাহী সদস্য কামরুজ্জামান কমল, সাইফুদ্দিন আহমেদ, মো. ইলিয়াস, এ এফ এম রেদোয়ান।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি প্রবাসে বসবাসরত নারায়ণগঞ্জবাসীদের কল্যাণে কাজ করবে এবং সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়