চেইঞ্জেস স্কুলের ব্যতিক্রমী উৎসব ‘লিট ফেস্ট ২০২৫’

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুল আয়োজন করল ভিন্নধর্মী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব লিট ফেস্ট ২০২৫। অনুষ্ঠানটি শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উৎসবের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ নাসিমা বেগম, যিনি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের উৎসবের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “লিট ফেস্ট শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের ভাবনা, কল্পনা ও প্রতিভাকে উন্মোচন করার এক অনন্য মঞ্চ।”
উৎসবের প্রথম অধিবেশনে ২০২৪ ও ২০২৫ সালের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল হাই অ্যাচিভারস শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে তাদের অনুভূতি প্রকাশ করেন।
দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীরা পরিবেশন করে সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে ছিল ড্রামা, রিসাইটেশন, নৃত্য, সংগীত ও ক্যারেক্টার শো, যা দর্শকদের মন জয় করে নেয়।
উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথির প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।