শ্রম আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ এসরোটেক্স

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত এসরোটেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বদা শ্রমিকবান্ধব এবং বাংলাদেশ শ্রম আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি অসৎ উদ্দেশ্যে কিছুসংখ্যক শ্রমিক সংঘবদ্ধ হয়ে বে-আইনি উপায়ে প্রতিষ্ঠানের মালামালের ক্ষতিসাধন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এর প্রেক্ষিতে আইন অনুযায়ী প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরবর্তীতে শ্রমিকদের বিশেষ আবেদন ও সুশৃঙ্খলভাবে কাজ করার নিশ্চয়তা দেওয়ার পর পুনরায় প্রতিষ্ঠানটি চালু করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঘটনায় জড়িত শ্রমিকদের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন অনুসারে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, যা বর্তমানে চলমান। ন্যায়সংগত ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিটি অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, তবে তাকে আইন অনুসারে পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে।