আদর্শ শিক্ষক ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ মহানগরীর আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর মাসদাইরস্থ নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সদস্য মাওলানা মো. ওমর ফারুক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক অধ্যাপক শেখ আব্দুল মালেক। তিনি বলেন, “আমরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়া অর্জন করেছি তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আদর্শ শিক্ষক তৈরি করাই আমাদের লক্ষ্য, কারণ শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধে আদর্শ শিক্ষকের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বর্তমান শিক্ষক সমাজ অধিকার থেকে বঞ্চিত। এসব অধিকার ফিরে পেতে হলে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। সেজন্য দাওয়াতি কাজ বেগবান করতে প্রতিটি প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি ডা. নুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া, ফেডারেশন সদস্য ফরিদ উদ্দিন আহমদ, হেমায়েত উদ্দিন ও আক্তারুজ্জামান প্রমুখ।