২৭ আগস্ট ২০২৫

প্রকাশিত: ১৩:৩৪, ২৬ এপ্রিল ২০২২

আপডেট: ১৩:৩৪, ২৬ এপ্রিল ২০২২

এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’

এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’

প্রেস নারায়ণগঞ্জ: উঠান পিক্সরুম এর ব্যানারে প্রথম ৬ পর্বের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’ অনএয়ারে আসছে ঈদের দিন বিকাল ৩ টায়।

শোয়েব মনির পরিচালিত ‘ভেড়ার পাল’- গ্রামীন পটভূমির স্যাটায়ার ধর্মী একটি গল্প, এখানে আরো উঠে এসেছে বর্তমান সময়ের অস্থিরতা, অন্তঃসার শূন্যতা, লোভ, শঠতা, কপটতা, প্রতিশোধ, সর্বোপরি জীবনের রং এ আকা, জীবনেরই গল্প। নির্মাতা তাঁর মেধা এবং রুচিশীল মননে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন আখ্যানটি। শৈল্পিক নিপুনতায় চিত্রিত করেছেন আমাদের সমকালীন সমস্যা তথা অবক্ষয়ের গল্পকে। ‘ভেড়ার পাল’- তাই হয়ে উঠেছে বর্তমান সময়েরই প্রতিনিধি যার দর্পনে মূর্ত হয় আমাদেরই এই অস্থির সময়কাল তথা এখানে ভূমিকারত বিচিত্র-বর্ণিল চরিত্রসমূহ।

মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোয়েব মনির। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন ফারুক মহসীন, নাফিজ আশিক, সম্রাট, শাহীন, মৌরিন, পারভীন সুলতানা চম্পা, সামিয়া রহমান, ফারজানা ফেরদৌস, শাহজাহান শামীম, বাহাউদ্দীন বুলু, নাসিম আফজাল, মোশাররফ হোসেন, মোহাম্মদ সেলিম, কথা, বদশা, জনি, তরিকা, মৃত্তিকা নুসরাত, রাজু, মজনু হায়দার ও আরো অনেকে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়