২৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ২২ জানুয়ারি ২০২৬

বন্দরে অগ্নি দগ্ধ বৃদ্ধার মৃত্যু

বন্দরে অগ্নি দগ্ধ বৃদ্ধার মৃত্যু

বন্দরে গ্যাসের চুলায় আগুন পোহানোর সময় মারাত্মকভাবে দগ্ধ হওয়া এক বৃদ্ধা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা জাতীয় বার্ণ ইউনিটে মারা গেছেন।

নিহত সালেহা বেগম (৬৮) বন্দর থানার ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ (মাইপরশ পাড়া) এলাকার আমানুর মিয়ার স্ত্রী।

এর আগে, গত ১১ জানুয়ারি নিজ বাড়িতে গ্যাসের চুলায় আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে দগ্ধ হন তিনি।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তর আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বৃদ্ধা নারী আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সর্বশেষ

জনপ্রিয়