খেজুর গাছকে ধানের শীষ মনে করে সিল মারতে হবে: কাসেমী
নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর উদ্যোগে মহিলা কর্মী সম্মেলন ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রধান নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কাশীপুরের দেওভোগ মুসাফির টাওয়ারের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বৃহত্তর পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েতউল্লাহ খোকন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ শফিউদ্দিন সরদার খোকন, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাজান, ফতুল্লা থানা যুবদল নেতা সৌকত হাসান ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজুল, বিএনপি নেতা মোহাম্মদ শাহাজাহান ও সেন্টু আহম্মেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতি শিব্বির আহম্মেদ। এতে বিপুলসংখ্যক মহিলা নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “যদি ধানের শীষকে বিজয়ী করতে হয়, তাহলে খেজুর গাছে সিল মারতে হবে। আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। আমার জীবনের শৈশব কেটেছে এই দেওভোগ এলাকায়। যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি, তার পেছনের ভবনেই আমি আলিফ-বা শিখেছি। আজ এখান থেকেই আমার নতুন রাজনৈতিক যাত্রার সূচনা।”
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যদি আমাকে কবুল করেন এবং আমার দ্বারা যদি এলাকার উন্নয়ন সম্ভব হয়, তাহলে সেই উন্নয়নের সূচনা হবে এই দেওভোগ থেকেই।”
মহিলা নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ঘরে ঘরে গিয়ে নারীদের বোঝাবেন—তারা যেন ব্যালট পেপারে খেজুর গাছের প্রতীকে সিল দেন এবং সেটিকেই ধানের শীষ মনে করেন। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।”
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।”





































