হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেলেন আবু হানিফ হৃদয়
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান আবু হানিফ হৃদয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
বুধবার (২১ জানুয়ারি) হাইকোর্টে রিট শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরদিন বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির তাকে দলীয় প্রতীক ‘হাতি’ মার্কা নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ক্রেডিটকার্ডের ঋণ খেলাপির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে আবু হানিফ হৃদয় নির্বাচন কমিশনে আপিল করেন। ১৬ জানুয়ারি আপিল শুনানীতেও তার আবেদন নামঞ্জুর হয়। এরপর তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এবং সফল হন।





































