২২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৪, ২২ জানুয়ারি ২০২৬

শহরের ১৩ ও ১৪নং ওয়ার্ডে মাসুম বিল্লাহর গণসংযোগ

শহরের ১৩ ও ১৪নং ওয়ার্ডে মাসুম বিল্লাহর গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ শহরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আসছে এবং ভবিষ্যতেও সেই আদর্শে অবিচল থাকবে, ইনশাআল্লাহ।

তিনি দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

সর্বশেষ

জনপ্রিয়