২৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১৭, ২২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৩২, ২২ জানুয়ারি ২০২৬

সন্ত্রাসী কোনো দলের হতে পারে না: মাওলানা জব্বার

সন্ত্রাসী কোনো দলের হতে পারে না: মাওলানা জব্বার

মহানগর জামায়াতে ইসলামের আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “সাংবাদিক, পুলিশ প্রশাসন, ডিসি ও এসপি যারা আছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, ভয়ভীতি সৃষ্টি করার মাধ্যমে, দিনের ভোট রাতে দেয়ার মাধ্যমে, ইভেন কবর থেকেও লোকরা এসে ভোট দেয়ার যেই অতীতের রেকর্ড আছে এ জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আসলে সন্ত্রাসীদের নির্মূল করার কোন বিকল্প নাই। আমরা সকলেই জানি যে, সন্ত্রাসী যারা তারা কোনো দলের হতে পারে না।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নগরীর আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলানায়তনে নারায়ণগঞ্জ-৪ আসনে দশ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পরিচিতি সভায় তিনি এ সব কথা বলেন।

সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখা। এতে প্রধান আলোচক আবদুল জব্বার বলেন, “কারো কারো মধ্যে গড়িমসি ছিল যে, এই লোকটা আমাদের মতো কিনা, আমাদের কমিটমেন্ট রাখবে কিনা। আল আমিনের প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতায় এজন্য- সে আমাদের পরিবারের একজন লোক। সুতরাং সেই জায়গায় অবিশ্বাসের কোনো কারণ নাই।”

“সুতরাং সেই জায়গা থেকে যেভাবে ভাই, বোন, মা, বোনদেরকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য উজ্জীবিত করেছিলাম, ইনশাআল্লাহ সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ১২ তারিখ বিপুল ভোটে আল আমিনকে বিজয়ী করবো। নারায়ণগঞ্জ-৪ আসনে আমরা দেশের পক্ষে একজন প্রার্থীকে আমরা সংসদে পাঠাবো।”

তিনি আরও বলেন, “বড় পরিসরে আপনাদের নিয়ে বসার সুযোগ সে রকম হবে না। এখানে আপনারা ওয়ার্ড সভাপতি আছেন, কোথাও কোথাও সেক্রেটারি আছেন, থানা কর্ম-পরিষদের ভাইয়েরা আছেন আমাদের কিন্তু ফরমেটটা আছে। যে আমাদের এই সেন্টারে কত লোক, কত ভাই এবং বোন আমাদের পোলিং এজেন্ট দরকার। তো সেই জায়গায় আমি এনসিপিকে বলবো তাদের যদি কিছু লোক থাকে তা জানান। এই ফিল্ড ওয়ার্ক সেরে ফেলতে পারলে ঘাটতিগুলো পূরণ হবে।”

জামায়াতের এ নেতা বলেন, “অনেক জায়গায় জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে, এই ধরনের বলে। কিন্তু আমাদের কোনো নেতা এখনো জান্নাতের টিকিটের কথা, মূল নেতার মধ্যে কেউ জান্নাতের টিকিটের বিক্রির কথা বলে নাই। অন্য দলের অনেক নেতারা ইতোমধ্যে অমুককে দিলে জান্নাতে যাওয়ার একদম ১০০ ভাগ গ্যারান্টি কিন্তু দিয়ে দিচ্ছে।”

“বিভিন্ন জায়গায় নতুন-নতুন সন্ত্রাসীরা নতুন নতুনভাবে দলে ফিরে এসে নানা ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে। অনেক আসামি আছে তাদের জামিন নাই। অমুক নেতার, তমুক নেতার ভরসায় কিন্তু তারা চলছে। আমি মনে করি যে, নারায়ণগঞ্জ চার আসনে যদি তাদের ৪৮ ঘন্টার ভেতরে গ্রেপ্তার করা না হয়, তাহলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে পারে”, যোগ করেন আবদুল জব্বার।

জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, জামায়াতের মহানগর কমিটির সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা জামায়াত সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, সাবেক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক মহানগরী সেক্রেটারি মুহাম্মদ জাকির হোসাইন, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নিরব রায়হান, এনসিপি নেতা নাসির উদ্দিন খান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়