হাতপাখা বিজয়ী হলে নারায়ণগঞ্জ হবে স্বস্তির নগরী: মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “আপনারা আমাদেরকে ইসলামের পক্ষে সুযোগ দিন। আমরা যদি ব্যর্থ হই, তাহলে আর ভোট চাইতে আসবো না। হাতপাখা বিজয়ী হলে নারায়ণগঞ্জ স্বস্তির নগরী হবে। নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না। যানজটমুক্ত করার চেষ্টা করবো। কিশোর গ্যাং ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলবো।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথমদিনে শহরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “মা-বোনদের বলতে চাই, অনেকে তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে যে, ইসলামী শরিয়াহ শাসন হলে তারা ঘরবন্দি হয়ে যাবে। আমরা কখনোই এটাতে বিশ্বাসী না। ইসলামী শাসন এলে আপনারা নিরাপদে কাজে যাবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে আসবেন। ইসলাম নারীদের অগ্রাধিকার দিয়েছে।”
তিনি আরও বলেন, “সবাই আমাদের ভালো সাড়া দিয়েছে। তারা আমাদের বলেছে আপনারা এগিয়ে যান, আমরা অবশ্যই আপনাদের পাশে আছি। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকরা।





































