২২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৭, ২২ জানুয়ারি ২০২৬

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবের নির্বাচনী প্রচারণা শুরু

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবের নির্বাচনী প্রচারণা শুরু

নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বালুর মাঠ, শহিদ মিনার-চাষাঢ়া ও গলাচিপা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান।

এ সময় আবু নাঈম খান বিপ্লব বলেন, “প্রতিটি নির্বাচনে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দিলেও পরে তা ভঙ্গ করে। নির্বাচনকে টাকার খেলা, পেশিশক্তি, মাস্তানের দাপট ও প্রশাসনিক পক্ষপাতিত্বের মাধ্যমে জনগণকে প্রতারিত করা হচ্ছে। ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতিও চাপিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে জনগণের দাবি আদায়ে এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বাসদ আন্দোলন করে আসছে। আমরা টাকা ছড়িয়ে ভোট কেনা বা কোটিপতিদের স্বার্থরক্ষার জন্য নির্বাচন করি না। জনগণের অর্থে ও জনগণের অংশগ্রহণে নির্বাচন চাই। সংসদকে নিপীড়নমূলক আইন প্রণয়নের কেন্দ্র নয়, বরং জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত করতেই আমরা নির্বাচনের মাঠে লড়াই চালিয়ে যাব।”

সর্বশেষ

জনপ্রিয়