জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা বাছাইপর্ব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ফতুল্লার লালপুরস্থ তাহমিদুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে।
প্রতিযোগিতায় জেলার তিনটি বিভাগে মোট প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগ থেকে জাতীয় পর্যায়ের জন্য ১৫ জন করে মোট ৪৫ জন বাছাই করা হয়। বাছাইপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ইয়েসকার্ড তুলে দেওয়া হয়।
আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
তিনি বলেন, “হাফেজ শব্দটি সহজ মনে হলেও কুরআনে হাফেজ হওয়া আল্লাহ তায়ালার বিশেষ নে’মত ছাড়া সম্ভব নয়। যারা কুরআনে হাফেজ হয়েছেন বা হওয়ার চেষ্টা করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা ইসলাম প্রচার ও কুরআনের বার্তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন।”
প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা বাইতুল হাফিজের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মশিউর রহমান, হাফেজ মাওলানা শাহ-জাহান খান সাঈদ, মাওলানা কারী আবুল কাশেম, হাফেজ মাওলানা আবু রায়হান বিন কাশেম, মাওলানা আজহারুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।