১৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৫, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:১৩, ১৭ অক্টোবর ২০২৫

আমাদেরকে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে: মিলন

আমাদেরকে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে: মিলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আমীরে জামায়াত নির্বাচন উপলক্ষে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ শহরের এক স্থানীয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, “এই জমিনে আমাদের শহীদদের রক্ত ঝরেছে, তাদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদেরকে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভালোবাসা ছাড়া কেউই সফল হতে পারবে না।”

তিনি আরও বলেন, “জামায়াতের ওপর অতীতে যে নির্যাতন হয়েছে, তা আমাদের দমিয়ে রাখতে পারেনি। আল্লাহর পথে সত্য ও ন্যায়ের সংগ্রামে আমাদের অবস্থান অবিচল থাকবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

এসময় মহানগর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য, থানা আমির-সেক্রেটারি ও সকল রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়