সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন— বন্দরের ইস্পাহানী এলাকার কবীর আহম্মেদের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ (৩৫), সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আ. সাত্তারের ছেলে ওবায়দুল হক (৪০)।
তাদের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।