০৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ 

ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ 

নারায়ণগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয়-আন্তর্জাতিক প্রশিক্ষক এবং পরীক্ষক শিহান মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ (ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠ ড্যান)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আরিফুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আরিফ হোসেন (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান), জাতীয় টেকনিক্যাল অফিসার মো. নুরুল আলম (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান) ও এসএম মুকিতুল ইসলাম (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান)।

দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনীতে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেস এন্ড মিডিয়া সেলের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং টিমের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম ইফতি।

সর্বশেষ

জনপ্রিয়