০৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৬, ৪ অক্টোবর ২০২৫

কলাগাছিয়ায় বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ

কলাগাছিয়ায় বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় এড. আবু আল ইউসুফ খান টিপু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের?” উত্তরে উপস্থিত নেতাকর্মীরা এককণ্ঠে জানান, তারা ত্যাগী নেতাদেরকেই চান।

তিনি আরও বলেন, যারা শুধু ব্যবসার উদ্দেশ্যে দলে আসেছেন, তারা অন্য কাজে মন দিন; বিএনপির দায়িত্ব আপনারা নিতে চাইলে তা দলের জন্য হোক।

টিপু ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেন আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। গঠন না হলে বর্তমান কমিটি পুনর্বিবেচনা করা হবে। এছাড়া তিনি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদুল্লাহ মুকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে মহানগর ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়