বন্দরে যুবকের রহস্যজনক মৃত্যু

বন্দর থানার ২২নং ওয়ার্ডের মোল্লাবাড়ী দিঘিরপাড় এলাকার আক্তার হোসেন (৪৬) রহস্যজনকভাবে নিহত হয়েছেন।
গত শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে একরামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবারের তথ্য অনুযায়ী, আক্তারের সংসারে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। তার স্ত্রী রাহিমা বেগমের বিরুদ্ধে পরকীয়া অভিযোগ থাকায় পারিবারিক বিবাদ চলছিল।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।