তানযীমুল উম্মাহ জাতিকে স্বপ্ন দেখাচ্ছে: ড. রফিকুর রহমান মাদানী

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা শহর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ ড. রফিকুর রহমান মাদানী।
তিনি বলেন, “তানযীমুল উম্মাহ জাতিকে স্বপ্ন দেখাচ্ছে। কল্যাণকর জ্ঞান ছাড়া প্রকৃত আলো পাওয়া যায় না। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে সেই জ্ঞান সমাজে আলো ছড়াতে পারে না। কুরআনের শিক্ষা চরিত্র গঠনে অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদ। তিনি বলেন, “তানযীমুল উম্মাহ ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কাজ করছে। হাফেজে কোরআন পরিবারের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে যাবে। তাই কুরআনের আইন অনুযায়ী চললেই দেশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও শহর শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান মো. আসলাম মিয়া।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, শহর শাখার প্রিন্সিপাল মো. কবির হোসাইন, গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনজুরুর রহমান, চিটাগাংরোড শাখার শাখা প্রধান মনির হোসাইন হেলালী, শহর শাখার শাখা প্রধান শোয়াইব হোসাইনসহ নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার শিক্ষক ও কর্মকর্তারা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আদর্শ স্কুলের প্রিন্সিপাল আজিজুর রহমান, গভ.মেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষক ফারক আহমেদ, শিক্ষাবিদ এইচ এম নাসির উদ্দিন, হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।
শাখার সহকারী এইচ এম কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়ে সমাপ্তি ঘোষণা করেন শাখা প্রধান ইকবাল হোসাইন।