০৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৬, ৪ অক্টোবর ২০২৫

বক্তাবলী-আলীরটেক ইউনিয়নে ব্রিজ নির্মাণের দাবি

বক্তাবলী-আলীরটেক ইউনিয়নে ব্রিজ নির্মাণের দাবি

নারায়ণগঞ্জ-৪ আসনের বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দাবি ধলেশ্বরী নদীর উপর দ্রুত ব্রিজ নির্মাণকে ঘিরে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।

জনগণের দুর্ভোগ তুলে ধরেন আবদুল জব্বার বলেন, “এই ব্রিজ না থাকায় মানুষের যাতায়াতে চরম অসুবিধা হয়। বিশেষ করে রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এতে করে অনেকেই পথেই মৃত্যুবরণ করেন। তাই এখানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি।”

তিনি আরও জানান, কয়েকদিন আগে বক্তাবলী বাজারে এসে এলাকার রাস্তা সংস্কারের বিষয়ে উদ্যোগ নেন। স্থানীয় জনগণের স্বাক্ষরসহ আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করার পর প্রকল্পটি অনুমোদিত হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে।

গণস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি মাওলানা জব্বার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর ২নং ওয়ার্ডে অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করেন। এরপর আকবরনগর ও প্রতাপনগর এলাকায় গণসংযোগ করেন। এসব গণসংযোগে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক ও ইনসাফের সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফতুল্লা দক্ষিণ থানা আমির মাওলানা নুরুল হক, জেলা শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ আবদুল করিম খান, থানা তারবিয়াত সেক্রেটারি আবু হানিফ ভূঁইয়া, থানা শ্রমিক কল্যাণ সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন আমির আবু বকর সিদ্দিক, ইউনিয়ন সেক্রেটারি নাসির উদ্দিন, প্রফেসর সাইদুর রহমান বাচ্চু, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক আবু সাঈদ, প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, এছাড়াও থানা ও ইউনিয়ন পর্যায়ের আরও বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়