শহীদ তিতুমীর একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে রাহসিন কবির বলেন, “শিক্ষা জাতির মেরুদ-। এজন্য শিক্ষার্থীদের প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ধূমপান থেকে মাদক শুরু হয়, তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ প্রতিষ্ঠানের সামনে বিশৃঙ্খলা করলে ৯৯৯-এ ফোন করুন, আমরা ১ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব। মাদক একটি মরণব্যাধি, সমাজকে এর রাহুগ্রাস থেকে মুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাও, সেটাই আমার প্রত্যাশা।”
বিশেষ অতিথি মাওলানা আবদুল জব্বার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তিতুমীরের বাঁশের কেল্লার অবদান ইতিহাসে অম্লান। তেমনি তোমরাও সমাজ ও দেশ গঠনে অবদান রাখতে পারলে সফল হবে। ৩৬ জুলাইয়ের আন্দোলনে ছাত্রদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। এখন ছাত্রদের দায়িত্ব ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠায় এগিয়ে আসা।”
তিনি আরও বলেন, “আমরা যদি দেশ গঠনে সুযোগ পাই, তবে নেতা হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবেই কাজ করব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সফি উদ্দিন আহমেদ বাদল। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির অধ্যক্ষ শফিউদ্দিন আহামদ। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খান, আইইটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর কবির, এডভোকেট মনিরুজ্জামান শাহীন, এডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান, জাহাঙ্গীর কবির পোকন, বিশিষ্ট ব্যবসায়ী ছাইয়েদুজ্জামান সুফিয়ান, নাজনীন জাহান প্রমুখ।