২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

ড্রাইভার জসিম এখনো নাসিকে কীভাবে বহাল, প্রশ্ন টিপুর

ড্রাইভার জসিম এখনো নাসিকে কীভাবে বহাল, প্রশ্ন টিপুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত এক কর্মচারী এখনো কীভাবে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) গাড়িচালক হিসেবে দায়িত্বে আছেন, সে প্রশ্ন তুলেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন তোলেন। 

এ সময় ওই চালককে অব্যাহতি দেবারও দাবি তোলেন বিএনপির এ নেতা। 

টিপু বলেন, “উন্নয়ন শব্দটা গতানুগতিক যখন যে সরকার আসবে, প্রশাসন আসবে সে উন্নয়ন অবশ্যই করবে। কিন্তু সে উন্নয়ন হতে হবে টেকসই ও জনগণের কল্যাণে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক যারা ছিল ফ্যাসিস্টের আমলে, তারা কিছু রাস্তা-ঘাট বড় করছে এটা অস্বীকার করা যাবে না।”

তিনি আরও বলেন, “এই ফ্যাসিস্ট মুক্ত হবার পর, মেয়র আইভী গ্রেপ্তারের পর তার হাতে অনেক লোক নিয়োগ হয়েছে। তারা এখনও তার পারপাস সার্ভ করে, এবং চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবার পরেও কীভাবে চালক জসিম আপনার (প্রশাসক) আর প্রধান নির্বাহী (সিইও) সাহেবের গাড়ি চালায়? তার বিরুদ্ধে অভিযোগ তো প্রমানিত হয়েছে। সে তো আপনাদের তথাগত পারপাস সার্ভ করার জন্য এখানে আছে। আমরা আশা করবো আজকের পর থেকে সে যেন এখানে আর না থাকে।” 

তিনি বলেন, “আপনারা আবুল, যে দুর্নীতি করেছিল তাকে রাজশাহী বদলি করেছেন, এবং হিরন আর শ্যামলকে ডিমোশন দিয়ে এখানে রেখেছেন। জসিমের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণের পরেও প্রশাসন আপনি জানেন সে প্রধান নির্বাহী (সিইও) সাহেবের গাড়ি চালায়। প্রমাণিত হোক বা না হোক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা অন্য কিছু আছে। প্রশাসনের কাছে অনুরোধ আমরা এই সিটি করপোরেশন আওয়ামী লীগ মুক্ত চাই। এবং আইভী ব্যক্তিগত লোক মুক্ত চাই। আপনারা আলোচনা করে সমনে যে লোক নিয়োগ হবে, মেধা অনুসারে নিয়োগ দিতে হবে।” 

সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহʼর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, লচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ও আহমেদুর রহমান তনু, বাসদের জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সাবেক কাউন্সিলর ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস, খেলাফত মজলিসের মহানগর সভাপতি কবির হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়