২১ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ছুটিরদিনে জমে উঠেছে পূজার কেনাকাটা

ছুটিরদিনে জমে উঠেছে পূজার কেনাকাটা

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ছুটির দিনে কেনাকাটায় জমে উঠেছে নগরীর শপিংমলগুলো। শুক্রবার বন্ধের দিন থাকায় শপিংমলগুলোতে ছিল উপচে পড়া ভীড়। ক্রেতাদের সাথে দরাদরিতে ব্যস্ত সময় পাড় করছেন বিক্রেতারা। সেইসাথে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শপিংমলগুলোতে বিশেষ করে শহরের ডিআইটি মার্কেট, আজহার সুপার মার্কেট, ওয়ালী সুপার মার্কেট, আলমাস পয়েন্ট, কালির বাজারের ফ্রেন্ডস মার্কেট, চাষাঢ়ার লুৎফা টাওয়ার, জামান টাওয়ার ও সমবায় মার্কেটে ক্রেতাদের ভীড় দেখা যায়।

কেনাকাটর উদ্দেশ্যে দোকানগুলোতে ভিড় জমানো ক্রেতাদের মধ্যে কেউ কিনছেন শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা কেউ পাঞ্জাবি, কেউ আবার কিনছেন জুতা। প্রায় সবার হাতেই ছিল শপিং ব্যাগ। প্রতিটি দোকানেই ছিল ক্রেতা। জামা কাপড় ছাড়াও নারীদের বিশেষ আকর্ষণ ছিল অলংকার ও কসমেটিকস ক্রয় করার ক্ষেত্রে।

এরমধ্যে কেউ এসেছেন সস্ত্রীক ও পরিবারের অন্যান্য সদস্য নিয়ে, সেইসাথে ছিল শিশুরাও। বাবা-মা পছন্দ করে পোশাক কিনে দিচ্ছেন শিশুদের। অনেক শিশু আবার নিজের পছন্দেও পোশাক কিনছেন।

পূজা উপলক্ষে কেনাকাটায় বিশেষ ছাড় দিচ্ছে বিভিন্ন দোকানগুলো। পণ্যে পূজা কেন্দ্রিক নানা ধরনের বৈচিত্র্য এনেছে ফ্যাশন হাউজগুলো। পাশাপাশি ফ্যাশন হাউজগুলোতেও রয়েছে ছাড়। 

ব্যবসায়ীরা বলছেন, পূজার কেনাকেটায় সবচেয়ে বেশি ভীড় করছেন নারীরা। ক্রেতারা এসে তাদের পছন্দ মতো পোশাক কিনছেন। ক্রেতা বেশি থাকায় বিক্রি ভালো হচ্ছে। পূজা উপলক্ষে পণ্যের কালেকশন বেশি থাকায় ক্রেতারাও স্বাচ্ছন্দে নিজেদের পছন্দমতো পণ্য কিনতে পারছেন। সেইসাথে এইবার দামও একটু বেড়েছে।

নারীদের পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সালোয়ার কামিজ, জামদানি শাড়ি, বিভিন্ন সিল্কের শাড়ি, কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি। ছেলেদের জন্য রয়েছে নানা ডিজাইনের ধুতি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট।

উপচেপড়া ভীড় দেখা গেছে শহরের ফুটপাতগুলোতেও। অনেকেই কেনাকাটা করছেন ফুটপাতের অস্থায়ী দোকানগুলো থেকে।

স্বামীকে নিয়ে আমলাপাড়া থেকে কেনাকাটা করতে এসেছেন ঐশী রাণী সাহা। তিনি ডিআইটির বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে নিজের এবং পরিবারের সবার জন্য শাড়ি, সালোয়ার কামিজ, প্যান্ট ও শার্ট কিনছেন। তিনি বলেন, পূজা আর বেশিদিন নেই এর মধ্যে আজকে একটা বন্ধের দিন তাই আগেই কেনাকাটা শেষ করছি। তবে দাম বেশি মনে হচ্ছে। 

নন্দীপাড়া থেকে উত্তম সাহা এসেছেন বৃদ্ধ মায়ের জন্য শাড়ি কিনতে। তিনি বলেন, বছরে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে একটা আলাদা আমেজ থাকে। মায়ের জন্য নতুন দুইটি শাড়ি কিনলাম। মা অনেক খুশি হবে। সেইসাথে আত্মীয়-স্বজনদের জন্যও কিনবো তাই দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছি।

ওয়ালী সুপার মার্কেটের মানহা শাড়িজ দোকানের বিক্রেতা আরাফাত জানান, পূজাকে কেন্দ্র করে আজকে বন্ধের দিনে ক্রেতাদের ভীড় বেশি। তারা তাদের পছন্দ মতো শাড়ি কিনে নিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে আশা করি।

সর্বশেষ

জনপ্রিয়