বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফকির উল্ল্যাহ বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর ছোট ভাই।
পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) রাতে সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টের শুরুর দিকে বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহর সম্পৃক্ততা পাওয়া যায়। দীর্ঘ তদন্তের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করেছে।