নির্বাচনের প্রক্রিয়া অবাধ-সুষ্ঠু হওয়া অত্যন্ত জরুরি: সেলিম মাহমুদ
নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় ফতুল্লা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, ফতুল্লার নেতা আশেকে রাসুল শাওন, শহিদুল ইসলাম, রোহান মন্ডল, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্নসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে সেলিম মাহমুদ বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যার সঙ্গে পুরো দেশের মানুষ যুক্ত। তাই নির্বাচনের প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হওয়া অত্যন্ত জরুরি। ইতোমধ্যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে, এবং এ ক্ষেত্রে প্রশাসনের নিরব ভূমিকা আমাদের জন্য প্রত্যাশিত নয়।”





































