২৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৭, ২৫ জানুয়ারি ২০২৬

আবুল কালামের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা শকু ও আনুর 

আবুল কালামের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা শকু ও আনুর 

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। 

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ১২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিরাশ হবেন না। আমরা নিজেরটা খাইয়া ধানের শীষ, নিজেরটা খাইয়া বিএনপি করি। আপনারা কারো দিকে তাকাবেন না। কারো আশায় থাকবেন না। ধানের শীষ ও কালাম ভাইয়ের জন্য কাজ করবেন। কারণ আমরা নিজেরটা খেয়ে বিএনপি করি, নিজেরটা খেয়ে ধানের শীষ করি।”

শকু আরও বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে চূড়ান্তভাবে ধানের শীষের কান্ডারি আবুল কালাম মনোনীত হয়েছেন। উনি আগেও তিনবারের সংসদ সদস্য ছিলেন। উনি আমাদের মুরব্বি এবং একজন ভদ্র মানুষ হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। ১২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাটি। কিছুটা অলস সময় পার হওয়ায় আমরা আজ থেকে ধানের শীষের প্রচারণা শুরু করেছি। আমাদের আশা, ইনশাল্লাহ, কালাম ভাই বিপুল ভোটে জয়লাভ করবেন।”

তিনি আরও বলেন, “আমরা সামনে এগিয়ে যাবো, জনগনকে কল্যাণমুখী করে প্রতিটি অঞ্চলে ধানের শীষের জয় নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবো। যারা মনে করে তার প্রতিনিধি নেই, তারাও চিন্তা করবেন না; আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ।”

প্রচারণাকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাসেম শকু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য মাহবুব উল্লাহ তপন, ফারুক আহমেদ রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়