নারায়ণগঞ্জ-৪: স্বামীর জন্য ভোট চাইলেন লায়লা ইকবাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সিপিবি প্রার্থীর সহধর্মিনী লায়লা ইকবাল রোববার (২৫ জানুয়ারি) ফতুল্লার তল্লা, হাজিগঞ্জ, কাইমপুর ও ওয়াদারপুল এলাকায় গণসংযোগ করেন।
মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এই সময় তার সঙ্গে প্রার্থী ও বড় বোন হালিমা বেগম এবং স্থানীয় নারী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। গণসংযোগকালে সাধারণ মানুষের সুখ-দুঃখ, নানান সমস্যা শোনেন এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলেন।
লায়লা ইকবাল বলেন, “আমার স্বামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা, শ্রমিকনেতা ও গার্মেন্টস শ্রমিকদের নেতা, ইকবাল দিনের পর দিন খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন। তিনি অত্যন্ত সৎ ও আদর্শবান, শোষিত মানুষের পক্ষে কথা বলার কারণে বারবার হামলা ও মামলার শিকার হলেও কখনও দমে যাননি। তিনি সাধারণ পরিবারের মানুষ, মুক্তিযুদ্ধের আদর্শে দীক্ষিত এবং শোষণমুক্ত সমাজ গঠনে নিবেদিত।
তিনি আরও বলেন, “আপনারা যদি তাকে সংসদে পাঠান, তাহলে এই দেশে বৈষম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করুন, যাতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব হয়।”





































