সুস্থ, নিরাপদ ও পরিকল্পিত শহর-বন্দরের জন্য ভোট চাইলেন তারিকুল
নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন রোববার (২৫ জানুয়ারি) শহরের ১৮ নম্বর (নাসিক) ওয়ার্ডের নলুয়া রোড ও শহীদ নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, ছাত্র ফেডারেশনের সহ সভাপতি সৃজয় সাহা ও রনি শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগে তারিকুল ইসলাম সুজন বলেন, “নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে নারায়ণগঞ্জের সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলো জ্বর-কাশি ছাড়া অন্য কোনো রোগের ট্রিটমেন্ট দিতে পারে না। উন্নত চিকিৎসার জন্য চাষাঢ়া থেকে ঢাকা যাওয়ার পথে বহু মানুষ প্রাণ হারান। এগুলোর কোনো পরিসংখ্যান নেই। আমরা যেমন এই সংখ্যা কেউ জানি না, তেমনি কেউ দায়িত্ব নিয়ে আমাদের জানানও না। শুধু যাদের স্বজন হারায়, তারাই এর মর্মব্যথা বুঝে। অথচ জেলার মধ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব। আমরা নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন করতে চাই। সরকারি হাসপাতালগুলোতে সেরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, যাতে করে গরীব-মেহনতি মানুষও ভালো চিকিৎসা পায়। সামান্য চিকিৎসার জন্য যাতে মানুষকে ঢাকামুখী হতে না হয়।”
তিনি আরও বলেন, “পাশাপাশি নারায়ণগঞ্জ শহর-বন্দরের আরেকটি বড় কনসার্ন হচ্ছে নিরাপত্তা। চুরি-ছিনতাই, মাদক, কিশোর গ্যাং- নারায়ণগঞ্জের প্রতিদিনের সমস্যা। আমরা শহর-বন্দরবাসীর জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই আমরা বলছি, সুস্থ, নিরাপদ ও পরিকল্পিত শহর-বন্দরের জন্য মাথাল মার্কায় ভোট দিন।





































