২৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪০, ২৫ জানুয়ারি ২০২৬

সনাতনধর্মালম্বীদের সঙ্গে রিয়াদ চৌধুরীর মতবিনিময়

সনাতনধর্মালম্বীদের সঙ্গে  রিয়াদ চৌধুরীর মতবিনিময়

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী রবিবার রাতে তার নিজ বাসভবনে সনাতনধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। তিনি নির্বাচনী আসন বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন পক্ষে খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

সভায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের ঐক্য জরুরি। সনাতনধর্মালম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির মূল নীতি।” তিনি উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন লালপুর কালী মন্দিরের সভাপতি নিল রতন দাস, সহসভাপতি বাসু দাস, সাধারণ সম্পাদক অর্জুন দাস, কোষাধ্যক্ষ সুমন ঘোষ, অজত দাস, পংকঞ্জ দাস, নন্দ লাল বসাক, রবিন ঘোষ, সম্ভু ঘোষ, পরিমল কাপুরিয়া প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
 

সর্বশেষ

জনপ্রিয়