অতীতের সংসদগুলো কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল: বিপ্লব
নারায়ণগঞ্জ-৫ আসনের বাসদ মনোনীত সংসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় ১৮নং ওয়ার্ডের বাপ্পী চত্ত্বর, শীতলক্ষ্যা, আলামিন নগর, শহিদ নগর ও জিএমসি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, ১৮ নং ওয়ার্ডের নেতা খলিলুর রহমান, মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক হুল আমীন সোহাগ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, “অতীতের সংসদগুলো কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল। সাধারণ মানুষ কখনো তাদের ন্যায্য অধিকার পায়নি। এমপি-মন্ত্রীরা জনগণের ট্যাক্সের টাকায় ক্ষমতায় বসে জনগনকে ভুলে যায় এবং ট্যাক্স ফ্রি গাড়িতে চড়ে, অথচ জনগণের ভাগ্য পরিবর্তন হয় না। তাই আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই।”





































