শিল্পী সমীরণ চৌধুরী’র প্রয়াণ
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রখ্যাত চিত্রশিল্পী সমীরণ চৌধুরী আর নেই। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সমীরণ চৌধুরী। এ কারণে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
সন্ধ্যায় সমীরণ চৌধুরীর মরদেহ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হয়। সেখানে তাঁর প্রাক্তন ছাত্র, কলেজের বর্তমান শিক্ষক-ছাত্রবৃন্দ এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ নারায়ণগঞ্জে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে। পরে নারায়ণগঞ্জে মাসদাইরের মহা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সমীরণ চৌধুরী ১৯৬২ সালের ২০ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নের উলুকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অনিল গোপাল সাহা। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। পড়াশোনার হাতেখড়ি বড়বোনদের কাছেই। পরে তিনি উলুকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদাসদী বহুমুখী উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৭৯ সালে নারায়ণগঞ্জের বার একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৯৮০ সালে তিনি ঢাকার চারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে এই প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরিত হলে সেখান থেকেই তিনি ১৯৮৫ সালে বিএফএ এবং ১৯৮৭ সালে ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় জলরঙে বিশেষ দক্ষতার জন্য তিনি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন।
সমীরণ চৌধুরী জলরং ও প্রতিকৃতি শিল্পী হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ভারত, জাপান ও নরওয়েসহ দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন মাধ্যমে ২২ হাজারের বেশি চিত্রকর্ম এঁকেছেন। দেশে ও বিদেশে তাঁর ১৮টি একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বহু জাতীয় ও আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীতেও অংশ নেন তিনি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, হল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফ্রান্স, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, পর্তুগাল, গ্রিস, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মরক্কো, নাইজেরিয়া, ঘানা ও বুলগেরিয়াসহ বিভিন্ন দেশের সংগ্রহশালা ও ব্যক্তিগত সংগ্রহে তাঁর শিল্পকর্ম স্থান পেয়েছে।
শিল্পী সমীরণ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, যা এ অঞ্চলের শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।





































