রনজিত কুমারের স্মরণে স্মারক বক্তৃতা ও আলোচনা
কবি, সাংস্কৃতিক কর্মী, লেখক, গবেষক, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি এবং ধাবমান সাহিত্য আন্দোলনের প্রতিষ্ঠতা রনজিত কুমারের স্মরণে রনজিত কুমার স্মারক বক্তৃতা উপলক্ষে ‘সাম্যবাদী আন্দোলনে বিউপনিবেশায়ন কেন জরুরি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন শ্রুতি ও ধাবমানের আয়োজনে আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনের পরীক্ষণ হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। গত ২ জানুয়ারি ছিল রনজিত কুমারের ৭ম প্রয়াণ দিবস।
অনুষ্ঠানেই নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকেও বিশেষভাবে স্মরণ করা হয়।
আলোচনায় প্রধান আলাপ করেন শিল্পী ও ভাবুক অরূপ রাহী।
তিনি বলেন, “বিউপনিবেশায়নের অর্থ কেবল বিদেশি শাসকের বিদায় নয়। বরং এটি আমাদের শেখায় যে, উপনিবেশিক মানসিকতা আমাদের শিখিয়েছে কী জ্ঞান মূল্যবান, কোন সংস্কৃতি উন্নত, কোন ইতিহাস গুরুত্বপূর্ণ, সেই দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করতে। আমরা আমাদের নিজস্ব ইতিহাস, লোকজ জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়ন করি। বিউপনিবেশায়ন আমাদের সেই ভুল মানসিকতার শিকল ভাঙতে সহায়তা করে এবং আমাদের নিজস্ব চোখে পৃথিবীকে দেখার ক্ষমতা দেয়।”
তিনি আরও বলেন, “সাম্যবাদী ও মুক্তিকামী আন্দোলনের জন্য এটি অত্যন্ত জরুরি। কারণ উপনিবেশিক চিন্তাভাবনা সমাজে টিকে থাকলে, শোষণ ও বৈষম্যের কাঠামোও টিকে থাকে। প্রকৃত সমতা, ন্যায় ও মুক্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের শিক্ষাপদ্ধতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি ও সংস্কৃতির ভেতরে লুকিয়ে থাকা এই মানসিক শৃঙ্খলকে চিহ্নিত করতে হবে।”
অরূপ রাহী বলেন, “এটি আত্মসম্মান, স্বকীয়তা এবং নিজের অবস্থান নিজের চোখে পুনঃনির্ধারণের প্রক্রিয়া। এটি আমাদের শেখায়, আমরা অন্যের দৃষ্টিকোণ বা উপনিবেশিক কাঠামোর ওপর নির্ভর না করে, নিজেদের গল্প, আমাদের অভিজ্ঞতা, আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে পারি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমীর সভাপতি ধীমান সাহা জুয়েল। সঞ্চালনা করেন বিভা বৃষ্টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, মুনতাসীর মঈন, মঈন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাহিদুল ইসলাম দীপু, উদীচি জেলা সভাপতি, দিনা তাজরিন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক, ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট উপদেষ্টা, আবু নাঈম খান বিপ্লব, বাসদ জেলা সদস্য সচিব, আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক, রহমান সিদ্দিক, শ্রুতীর নীতি নির্ধারনী সদস্য রহমান সিদ্দিক, সাংস্কৃতিক সংগঠন ধাবমানের সম্পাদক কাজল কানন, প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ মঈন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পী মঈনকে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।





































