সাধারণ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জে সাধারণ পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এই মানবিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে সংগঠনটি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাধারণ পাঠাগার চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সাধারণ পাঠাগারের পক্ষ থেকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রোগীদের ব্যবহারের জন্য কম্বল প্রদান করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ পাঠাগারের সভাপতি মো.কুতুবউদ্দিন শাহীন, প্রতিষ্ঠাতা সদস্য রেসালউদ্দিন আহমেদ কেপটিন ও মনসুর রহমান বকুল। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহবুব রহমান স্বপন, সহ-সভাপতি মো. শামসুল আলম ও জুলেখা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসাইন ও মো. বদরুল আলম বাদলসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজীব।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সাধারণ পাঠাগার ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





































