ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৯ জানুয়ারি
তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে আয়োজিত “একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৫”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেল তিনটায় ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক এবং নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি।





































