০২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৫, ২ জানুয়ারি ২০২৬

আমাকে ফেলে তো কেউ যাবেন না: সমর্থকদের প্রতি গিয়াসের আহ্বান

আমাকে ফেলে তো কেউ যাবেন না: সমর্থকদের প্রতি গিয়াসের আহ্বান

নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে সমর্থকদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ফতুল্লার হিরাঝিল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাকে ফেলে তো কেউ যাবেন না। সামনে আপনারা অনেক হুমকি ও প্রতিকূল অবস্থার মুখে পড়বেন। আজ আপনারা যে সমর্থন দিয়েছেন, মনোনয়নপত্র উপহার দিয়েছেন—সে দায় আমি আজীবন বহন করব।”

তিনি বলেন, “মহান আল্লাহ আমাদের সাক্ষী থাকুন। আমরা যেন জনগণের প্রত্যাশা পূরণে, দেশের উন্নয়ন ও কল্যাণে আমাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে পারি—সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন।”

নির্বাচনী কৌশল প্রসঙ্গে তিনি বলেন, “ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সালাম জানাবেন এবং বিনয়ের সঙ্গে ভোট চাইবেন। অহংকার, গৌরব কিংবা দাম্ভিকতা যেন আমাদের গ্রাস করতে না পারে।”

গিয়াসউদ্দিন আরও বলেন, “আমাদের বিজয়ের একমাত্র উপাদান হবে মানুষের সঙ্গে বিনয়ের আচরণ। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আমরা কোনো কটু কথা বলব না। আল্লাহর ওপর ভরসা রেখে মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করেই আমরা বিজয়ের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “যারা আমার সঙ্গে কাজ করছেন ও করবেন—আমি এই কৃতজ্ঞতার বন্ধন থেকে কোনোদিন সরে যাব না। জনগণের সঙ্গে কোনো প্রতারণা করব না। অন্যায়, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দাকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দাকার শিপন, কবির প্রধান, লোকমান হোসেন, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হাসান রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়