০২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২ জানুয়ারি ২০২৬

বন্দরে আওয়ামী লীগ নেতা অহিদ গ্রেপ্তার

বন্দরে আওয়ামী লীগ নেতা অহিদ গ্রেপ্তার

বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান বন্দর থানার ফুলহর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর থানার ফুলহর এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ৩(৯)২৪ নম্বর মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত অহিদুজ্জামানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারী বন্দর বাসস্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় অহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ

জনপ্রিয়