১৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৮, ১৪ ডিসেম্বর ২০২৫

কাঁটাবন মার্কেটে আজাদ ফিশারিজের দ্বিতীয় আউটলেটের উদ্বোধন

কাঁটাবন মার্কেটে আজাদ ফিশারিজের দ্বিতীয় আউটলেটের উদ্বোধন

রাজধানীর ঢাকার কাঁটাবন মার্কেটে আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আজাদ ফিশারিজের দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (রাত) কাঁটাবন মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে আউটলেটটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজীব।

উদ্বোধন অনুষ্ঠানে তাজুল ইসলাম রাজীব বলেন, আজাদ ফিশারিজ দীর্ঘদিন ধরে সারাদেশে হোলসেল ও অনলাইনের মাধ্যমে এক্সক্লুসিভ রঙিন মাছ সরবরাহ করে আসছে। ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে এই নতুন আউটলেট চালু করা হয়েছে। সামনে আরও শোরুম খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম জুবায়ের সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকিন জুবায়ের, আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ফখরুল ইসলাম রাহাদ, অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাতসহ বিভিন্ন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী।

উদ্বোধনী দিনে আউটলেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। ক্রেতারা জানান, রঙিন মাছ ও অ্যাকোয়ারিয়াম ঘর, অফিস কিংবা অপেক্ষাকক্ষের পরিবেশে প্রশান্তি ও সৌন্দর্য বাড়ায়। আজাদ ফিশারিজে বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রজাতির এক্সক্লুসিভ রঙিন মাছ পাওয়া যায়, যা প্রতিষ্ঠানটিকে এই খাতে একটি আস্থার জায়গায় পরিণত করেছে।

আজাদ ফিশারিজের প্রধান ব্রাঞ্চ নারায়ণগঞ্জে অবস্থিত। ২০১৯ সাল থেকে সেখান থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। নতুন এই শোরুমে রঙিন মাছের পাশাপাশি মাছের খাবার, অ্যাকসেসরিজ এবং বাড়ি, অফিস বা গার্ডেনিংয়ের জন্য ডেকোরেটিভ অ্যাকোয়ারিয়াম সেটআপের সুবিধাও রয়েছে।

প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সাব্বির হাসান জানান, আজাদ ফিশারিজে সবচেয়ে বেশি ভ্যারাইটি রঙিন মাছ পাওয়া যায়। বাংলাদেশ সরকার ও মৎস্য অধিদপ্তরের অনুমোদিত প্রজাতির মাছই আমদানি করা হয়। এখানে ৫০ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত মূল্যের মাছ রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়