১১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ১০ ডিসেম্বর ২০২৫

অধিকারবঞ্চিত প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকার অঞ্জন দাসের

অধিকারবঞ্চিত প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকার অঞ্জন দাসের

নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ মার্কায় মনোনীত গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার হাটে জনমুখী ও প্রান্তিক মানুষের সমস্যা চিহ্নিত করে হাটসভা পরিচালনা করেছেন।

হাটসভায় অঞ্জন দাস বলেন, “যে রাষ্ট্র বছরের পর বছর শ্রমিক, কৃষক, দিনমজুর, হাটের খেটে খাওয়া মানুষের রক্ত-ঘাম চুষে খেয়ে মোটা হয়েছে, সেই রাষ্ট্র আজ তাদের ন্যূনতম মর্যাদা দিতে ব্যর্থ। মানুষের পকেট থেকে টাকা তুলে নেওয়ার জন্য একের পর এক কর, লুটপাট, সিন্ডিকেট সবই চলছে। যারা জনগণের নামে রাজনীতি করে, তারা শুধু ভোটের সময়ই জনগণের দরজায় আসে। জনগণকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি বেয়ে যারা ধনসম্পদ বানিয়েছে, তাদের সেই রাজনীতি আমরা আর চলতে দেব না।”

তিনি আরও যোগ করেন, “মাথাল প্রতীক কেবল ভোটের চিহ্ন নয়; এটি কৃষকের ইতিহাস, শ্রমিকের নিরাপত্তা ও মেহনতি মানুষের বাঁচার প্রতীক। যাদের ঘামে এই দেশ দাঁড়িয়ে, তাদের অধিকার ও মর্যাদা কেড়ে নেওয়া হবে এমন রাজনীতি আমরা মানি না। জনগণ যদি আমাদের ভোট দেয়, নারায়ণগঞ্জ-৩ হবে জনগণের এলাকা, মাফিয়া-দুর্নীতিবাজ ও দলবাজদের স্বর্গ নয়।”

হাটসভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, সোনারগাঁও থানার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সম্পাদক মো: সোহাগ, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়